সংবাদদাতা, বাঁকুড়াঃ- একটি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এক ব্যাক্তির মাথা থ্যাতলানো মৃতদেহ উদ্ধার করল পুলিশ। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর থানার মনিপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম লক্ষ্মীকান্ত দেশোয়ালি। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে মদ্যপ অবস্থায় লক্ষ্মীকান্ত দেশোয়ালি বাড়িতে ফেরেন। এরপর পরিবারে অশান্তি হওয়ায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে এসে শুয়ে পড়েন। স্থানীয়দের ধারনা রাতে ফের মদের আসর বসেছিল ওই প্রাথমিক স্কুলে। সেই আসরেই অন্যান্য মদ্যপদের সাথে গন্ডগোলের কারনেই হোক বা কোনো দুস্কৃতি হামলা চালানোর কারনেই হোক লক্ষ্মীকান্ত দেশোয়ালি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের দাবি লক ডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রায়শই বসছে মদের আসর। বিষয়টি বারবার পুলিশকে জানালেও সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ আগে ব্যবস্থা নিলে লক্ষ্মীকান্ত দেশোয়ালিকে এইভাবে মর্মান্তিক ভাবে খুন হতে হত না।
Home Flash News রাইপুরে প্রাথমিক বিদ্যালয় থেকে এক ব্যাক্তির মাথা থ্যাতলানো মৃতদেহ উদ্ধারঃ এলাকায় চাঞ্চল্য