সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- সন্ধ্যায় অ্যাম্বুলেন্স এর সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল এক বাইক চালকের, ঘটনায় গুরুতর জখম আরোও একজন। ডোমকলের গঙ্গাদাস পাড়া এলাকায় ডোমকল- বহরমপুর রাজ্য সড়কের উপর এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ওই বাইক নাম পরেশ দাস (২৭)। পুলিশ ঘাতক এম্বুলেন্স নাম্বার পেয়ে তাকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় ডোমকল কুঠি এলাকার বাসিন্দা পরেশ বাইক নিয়ে যাওয়ার সময় সামনে দিক থেকে দ্রুত গতিতে আসা অ্যাম্বুলেন্স কে পাশ কাটাতে গিয়ে তার চাকার তলায় পড়ে যায়। সেখানেই পিষ্ট হয়ে মৃত্যু হয় বাইক চালকের। ঘটনায় যখম অপর একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।