eaibanglai
Homeএই বাংলায়ডুবে মৃত্যু হলো এক ব্যাক্তির , বিলিতি মদের দোকানে দেশি মদ বিক্রয়...

ডুবে মৃত্যু হলো এক ব্যাক্তির , বিলিতি মদের দোকানে দেশি মদ বিক্রয় সেকারনে মৃত্যু, অভিযোগ পরিবারের, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া :- জলে ডুবে এক ব্যাক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার নারায়নপুর পঞ্চায়েতর নারায়নপুর গ্রামে । মৃত ব্যাক্তির নাম ভাষ্কর মহন্ত । বয়স ৫৭ বছর । পরিবার সুত্রে জানতে পারা যায় , ভাস্কর বাবুর নারায়নপুর বাজারের মাঝে একটি মদের দোকানের সামনেই রয়েছে তার চায়ের দোকান , তিনি প্রতিদিনই মদ খেতেন , তবে আজ বিশ্বকর্মা পুজো থাকায় একটু বেশি মদ খেয়েছিলেন তিনি । হয়ত সেকারনে ভারসাম্য বজায় না রাখতে পেরে হয়ত পা পিছলে সে পুকুরের জলে পরে য়ায় । তবে এই দুর্ঘটনার জন্য তার পরিবার দায়ি করেছেন মদের দোকানকে । কারন নারায়ণপুরের বাজারের মাঝেই রয়েছে একটি বিলিতি মদের দোকান সেখানে দেশি মদও বিক্রয় করে এমনটি অভিযোগ করে পরিবারের পক্ষ থেকে এমন কি পাশেই ৫০০ মিটারের মধ্যেই রয়েছে প্রাথমিক ও নারায়নপুর উচ্চ মাধমিক হাইস্কুল । মৃত্যের সমন্ধি জানায় মদের দোকানের কারনে ইস্কুলের মেয়েরা রাস্তা দিয়ে পেরোতে পারেনা । এমনকি সন্ধ্যায় ওই এলাকা দিয়ে যাতায়াত করা যায়না । আজ তার ভগ্নিপতি মারা গেছে শুধু গ্রামের মাঝে মদের দোকানের কারনে । তাদের দাবি নারায়ণপুরের বাজারের মত জনবহুল এলাকায় একটি মদের দোকান কিভাবে চলছে যেখানে সরকার থেকে জানানো হয়েছে মেন্ রাস্তা থেকে ৩ কিলোমিটার দূরে মদের দোকান করতে হবে সেখানে মূল রাস্তা থেকে মাত্র ৩ ফুট দূরত্বে রমরমিয়র চলছে মদ ব্যবসা কি ভাবে চলছে এই ব্যবসা প্রশ্ন উঠছে ? খবর পেয়ে ঘটনাস্থলে পাত্রসায়র থানার পুলিশ আসে এবং মৃতদেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠান ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments