বাঁকুড়ায় নিজের বাড়ির কুয়োতে পড়ে রহস্যজনক মৃত্যু ব্যাক্তির

479

সংবাদদাতা, বাঁকুড়াঃ- নিজের বাড়ির কুয়োতে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের ইদগামহল্লা এলাকায় নিজের বাড়ির কুয়োতে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম দিব্যেন্দু চক্রবর্তী (৪৫)। পরিবার সূত্রে জানা যায় গত বুধবার সকাল থেকেই তাকে দেখতে পাননি পরিবারের সদস্যরা। এই বিষয়ে বাঁকুড়া সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। আজ সকালে পরিবারের লোকজন হঠাৎই ওই ব্যক্তিকে কুয়তে ভাসতে দেখেন। খবর পেয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই মৃত ব্যক্তির বাড়িতে স্থানীয়রা ভিড় জমান। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকলের সাথে যোগাযোগ করে তারপর দমকলের কর্মীরা এসে কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃতদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কি করে ওই মৃত ব্যক্তি নিজের বাড়ির কুয়োতে পড়ে গেলেন না এর পেছনে অন্য কোন রহস্য আছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here