সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোলের রূপনারায়ণপুরের আছড়া এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সনৎ কুমার সেন। এদিন বাড়ির ভেতর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত সনৎ কুমার সেন দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। লকডাউন শুরু হলে ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ে পরিস্থিতি অনটনের দিকে গড়াতে থাকে। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে সংসারের খরচ দুই মিলে ধার-দেনায় জেরবার হয়ে পড়ে। প্রতিবেশীরা জানান ভীষণ কষ্টে তার সংসার চলছিল। প্রচন্ড অবসাদে ভুগছিল সে। এমনকি ডাবর মোড়ে তার একটি খাবারের দোকানও ছিল। কিন্তু লকডাউনের কারনে তাও বন্ধ হয়ে যায়। পরিবার ও প্রতিবেশীদের অনুমান অবসাদের কারনেই সে আত্মঘাতী হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।