সংবাদদাতা, বর্ধমান:- গলসী ২নং ব্লকের খানো গ্রামে নিজের বাবা ছেলে বৌমা ও দুই নাতনিকে পুড়িয়ে মারার চেষ্টা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
উলেখ্য জানা যায় বাবার সঙ্গে ছেলের জমি বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন বাবদ বিশৃঙ্খলা চলছিলো ,গতকাল রাতে বাবা শেখ ইউসুফ ও ছেলে শেখ ইকবালের সঙ্গে তুমুল ঝগড়া হয়।
কার্যতঃ মধ্য রাত্রিতে বাবা শেখ ইউসুফ বাইরে থেকে তালা মারে, পরে একটি গ্যাস সিলিন্ডার এর মাধ্যমে গ্যাস পাইপ জানালা দিয়ে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেয়। ভেতর থেকে বিকট আওয়াজ শুনতে ইকবালের বড়দা ও গ্রামবাসিরা বেড়িয়ে এসে তালা ভেঙে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে,হাসপাতাল কর্তৃপক্ষ জানান একটি বাচ্চা ছাড়া বাকি তিনজন ৯০%শতাংশ পুড়ে গেছে তবে চিকিৎসা চলছে । এই ঘটনায় গোটা গ্রাম ও পরিবাররা ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে মৃত্যু থেকে ফিরে আসুক। ধৃত বাবা শেখ ইউসুফ ও ভাই শেখ ইকরাম কে গ্রেফতার করেছে পুলিশ।