সংবাদদাতা, ক্যানিং : সুন্দরবন তথা ক্যানিংয়ে এক অভিনব পূজা মণ্ডপ ।যেখানে ইনজেকশন এ সিসি ও হোমিওপ্যাথি ওষুধ দিয়ে তৈরি মন্ডপ। এমন অভিনব ভাবনা ক্যানিং মিঠাখালি সর্বজনিন দূর্গৎসব কমিটি।যেখানে ত্রিশটি শিল্পী ও কারিগর এই মণ্ডপ তৈরি কাজে ব্যস্ত রয়েছেন। আর এই মণ্ডপ তৈরি করতে প্রায় 30 লাখ টাকা খরচা করেছে পূজা কমিটি। প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে মণ্ডপ তৈরি কাজে ব্যস্ত শিল্পীরা।কারণ এই মন্ডব উদ্বোধন করতে আসছে তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জি।এই মণ্ডপটি উদ্বোধন হবে তৃতীয়ার দিন, আর এই তৃতীয় দিনকে মাথায় রেখে দিনরাত এক করে কাজ করছে তারা।

