সংবাদদাতা, বাঁকুড়াঃ- এবার বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বর যাত্রী বোঝাই বলেরো গাড়ি। এই ঘটনায় আহত হয়েছেন চারজন যাত্রী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী শহরের চৌমাথায়। পুলিশ সূত্রে জানতে পারা যায়, সোনামুখী থানার রাধামোহন পুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর বিয়ে বাড়ি থেকে বরযাত্রী বোঝাই বলেরোটি পাচালে যাচ্ছিল সেই সময় রাত দুটো নাগাদ সোনামুখী শহরের চৌমাথায় একটি লরির সাথে সংঘর্ষ হয়। এই ঘটনাকে আহত হয়েছেন চারজন। এদের মধ্যে তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজনের গুরুতর অবস্থা হাওয়ায় তাকে প্রথমে সোনামুখী হসপিটালে এবং সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে সোনামুখী থানার পুলিশ। এবং ঘাতক লরি টিকে পেছন থেকে ধাওয়া করে বেলিয়াতোড় থেকে আটক করে সোনামুখী থানায় নিয়ে আসে পুলিশ এবং লরির খালাসী ও ড্রাইভারকে আটক করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।