সোমনাথ মুখার্জি, অন্ডাল – শনিবার অন্ডালে র বাঙ্কলা এরিয়ার গুলমোহর ক্লাবে
ই সি এলের হেড কোয়ার্টার ডিসেরগড় “তৃ শক্তি মহিলা মণ্ডলের” উদ্যোগে শুরু হল শুধু মহিলাদের বিনামূল্যে মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র। তৃ শক্তি মহিলা মণ্ডলের বাঙ্কলা ব্রাঞ্চের সভাপতি শুভ্রা সরকার জানান, বর্তমান সময়ে মহিলাদের নিজেদের আত্মরক্ষা করার কৌশল জানার সময় এসেছে। তাই তাদের এই উদ্যোগ। শনিবার শুরু হল প্রশিক্ষণের প্রথম দিন। প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন সংগঠনের সভাপতি শুভ্রা সরকার মহাশয়া। একজন দক্ষ মার্শাল আর্ট প্রশিক্ষক প্রশিক্ষণ দিচ্ছেন ছোট ছোট মেয়েদের। যাতে এই মেয়েরা বড় হয়ে নিজেকে নিজেই রক্ষা করার ক্ষমতা রাখে। প্রশিক্ষণ শুরু হয় ১৬ জন সদস্য নিয়ে। আগামী দিনে সদস্য র সংখ্যা আরো বাড়বে বলে আশা সংগঠনের সদস্যদের। এই তৃ শক্তি মহিলা মণ্ডল সংগঠন পরিচালনা করেন ই সি এলের অফিসার ওয়াইভস সোসাইটি।