রঞ্জিত সর্দার, সুন্দরবনঃ- সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে করোণার থাবা দিনদিন যখন বেড়ে চলেছে। তখন এক শ্রেণীর মানুষ সরকারি নির্দেশ মারলেও আর এক শ্রেণীর মানুষ তা বুড়ো আঙ্গুল দেখিয়ে ঘোরাফেরা করছে। পরছেনা মাক্স মানছে না সোশ্যাল ডিসটেন্স। অযথা বাইরে ঘোরাঘুরি করছে। সেই সমস্ত মানুষজনকে মাক্স যেমন পড়তে হবে সোশ্যাল ডিসটেন্স নিয়ে ও চলতে হবে। এই বার্তা তুলে ধরতে গোসবা বিডিও সৌগত পাত্র পঞ্চায়েত সমিতির সভাপতি কে নিয়ে ৫০০ বেশি মাক্স যেমন বিতরণ করলেন সাঁওতালি নাচ-গানের মধ্য দিয়ে। তেমনি বোঝাতে চাইলেন মানুষকে আঘাত দিয়ে না আনন্দ দিয়ে সরকারি নির্দেশকে মানতে হবে। তাতে নিজে যেমন ভালো থাকবে পরিবার পরিজনদের নিও এই সমাজকে রক্ষা করতে পারবে। তাই গোসোবা বিভিন্ন জায়গায় এই ভাবে মাক্স বিতরণ আরো জোর দিয়ে করলেন প্রশাসন।