সংবাদদাতা, কাঁকসাঃ- পানাগড় বাজারে এবার মাস্ক ছাড়া কোনোভাবেই ঘোড়া যাবে না।তাই শনিবার সকাল থেকেই পানাগড় বাজারের চৌমাথা মোড়ে পুলিশ কর্মীরা যে সমস্ত মানুষরা মুখে মাস্ক ছাড়াই বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন তাদের একপ্রকার জোর করে মাস্ক কেনা করিয়ে মুখে মাস্ক পরে তবেই ছাড়লেন। তবে এদিন কাউকে এর বিরোধিতা বা আপত্তি জানাতে দেখা গেলো না।বরং এলাকার মানুষ পুলিশের এই উদ্যোগে খুশি হয়েছেন।স্থানীয়রা বলেন কিছুদিন যদি প্রশাসন এই ভাবে নজর রাখে তবে আগামী দিনে মানুষের মধ্যে একটা অভ্যাসে পরিণত হবে মাস্ক পড়া।