সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- ভিন রাজ্য থেকে অস্ত্র আমদানি করে এনে তা অন্যত্র পাচারের আগেই বিপুল পরিমাণে বমাল ইম্প্রুভাইসড আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন সহ দুই আর্মস ডিলার কে গ্রেফতার করল রানী নগর থানার পুলিশ। ধৃতেরা হলো বছর পঁচিশের রাকিবুল শেখ ও বছর তিরিশের পিন্টু মণ্ডল। উভয়েরই বাড়ী ডোমকল এলাকায়।তাদের রানীনগর থানার গোধনপাড়ার কালি মন্দির সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই দুই অস্ত্র কারবারিকে তল্লাশি করে তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৮টি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা কার্তুজ। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা পুলিস সুপার অজীত সিং যাদব এক সাংবাদিক সম্মেলন করে বলেন, ধৃত আগ্নেয়াস্ত্র ডিলার রাকিবুল মন্ডল ও পিন্টু সেখের আগ্নেয়াস্ত্রগুলি বিহার ও মুঙ্গের থেকে নিয়ে আসে বলে জানা গিয়েছে”। ধৃতদের এদিন বহরমপুর সিজেএম আদালতে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে তোলা হয়। আদালত সূত্রে পাওয়া শেষ খবরে জানা যায়, বিচারক তাদের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
Home Flash News বিপুল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ ম্যাগাজিন সহ সীমান্তে গ্রেপ্তার কুখ্যাত ২ অস্ত্র...