সংবাদদাতা,কাঁকসাঃ– ফের একরাশ ক্ষোভ উগরে দিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। কাঁকসার রাজবাঁধের বাসিন্দা তথা অল ইন্ডিয়ার মতুয়া সম্প্রদায় সংগঠনের সম্পাদক স্বপন গড়াই ওরফে স্বপন গোঁসাই। তার অভিযোগ ভোটের আগে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের কাছে এসে নানান প্রতিশ্রুতি দেন। কিন্তু ভোট পেরিয়ে গেলেই মতুতা সম্প্রদায়ের মানুষদের ভুলে যায় সকলেই। নির্বাচনের আগে ঘটা করে পাট্টা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ভোটের পরে সবাই নীরব। তবে কি ভোটের সময় ভোট নেওয়ার জন্যই পাট্টা দেওয়ার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে ঠাকুর বাড়িকে তোয়াজ করে বিভিন্ন রাজনৈতিক দল ভাবছে তারা মতুয়া সম্প্রদায়ের ভোট পেয়ে যাবে। তিন্তু তার দাবি সেই দিন ফুরিয়ে গেছে। ঠাকুর বাড়ি থেকে মতুয়ারা মুখ ফিরিয়ে নিয়েছেন। এটা এখনো কিছু রাজনৈতিক দল বুঝতে পারেনি। কাঁকসার বিভিন্ন প্রান্তে যে সমস্ত জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন সেই সমস্ত জায়গায় রাস্তা ঘাট থেকে পানীয় জলের সমস্যা রয়েছে। বার বার আবেদন করেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ । দ্রুত সমস্যা সমাধান ও পাট্টার দাবি জানিয়েছেন তিনি।