সংবাদদাতা, বাঁকুড়াঃ- ফের সোনামুখীতে উদ্ধার ময়াল সাপ। এই ময়াল সাপ উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সোনামুখী বনদপ্তর সূত্রে জানতে পারা যায়, এদিন এই ময়াল সাপটি সোনামুখী পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের রাস্তার ওপরে চলাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা। ময়াল সাপটি কে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। এরপর ওই এলাকার স্থানীয় বাসিন্দারা সোনামুখী থানায় খবর দেয়। সোনামুখী পুলিশ সঙ্গে সঙ্গে বনদপ্তর কে খবরটি দিলে সোনামুখী ফরেস্ট অফিসার দয়াল চক্রবর্তী তড়িঘড়ি ময়াল সাপটিকে 8 নম্বর ওয়ার্ড থেকে সোনামুখী বনদপ্তর অফিসে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার পর সাপটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সোনামুখী ফরেস্ট অফিসার দয়াল চক্রবর্তী, “জানান অত্যাধিক বৃষ্টির কারণে যে সমস্ত ড্রেন গুলি জলপূর্ণ হয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে সেই ড্রেন গুলির মাধ্যমে বন থেকে ময়াল সাপটি লোকালয়ে প্রবেশ করেছে বলে অনুমান করছেন তিনি।”