নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর :-
সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুল শিক্ষক শিক্ষিকা দের গৃ্হশিক্ষকতা করা যাবে না বলে সরকারি নির্দেশ রয়েছে। কিন্ত একাংশ শিক্ষক শিক্ষিকা নির্দেশ অমান্য করে গৃহশিক্ষকতা করছেন বলে অভিযোগ পশ্চিমবংগ গৃহশিক্ষক কল্যাণ সমিতি। এই নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। এবার শুরু হলো দুর্গাপুরেও। দুর্গাপুর শাখার পক্ষ থেকে জানানো হয়েছে “তারা খুব শীঘ্রই ডি আই ও এস ডি ও মহাশয় দের এই নিয়ে ডেপুটেশন দেবেন। আই সি এস সি ও সি বি এস ই স্কুলের প্রিন্সিপাল দের চিঠি করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক প্রকল্প ও গ্রহন করা হবে যেমন রক্তদান শিবির।