eaibanglai
Homeএই বাংলায়১০০ দিনের প্রকল্পের কাজের লক্ষ্যমাত্রা ছুতে বৈঠক জেলা প্রশাসনের

১০০ দিনের প্রকল্পের কাজের লক্ষ্যমাত্রা ছুতে বৈঠক জেলা প্রশাসনের

সংবাদদাতা, দুর্গাপুর:-

একশো দিনের প্রকল্পে কাজের লক্ষ্যমাত্রা ছুতে হবে। স্বাভাবিক ভাবেই এবার ওই প্রকল্পে কাজের গতি বৃদ্ধি করতে হবে। সেই লক্ষ নিয়েই আজ বাঁকুড়ার রবীন্দ্র ভবনে জেলার সর্ব স্তরের জন প্রতিনিধিদের নিয়ে পর্যালোচনা বৈঠক করল বাঁকুড়া জেলা প্রশাসন। জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত দফতরের রাষ্ট্র মন্ত্রী শ্যামল সাঁতরাও। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে চলতি অর্থবর্ষে একশো দিনের কাজের প্রকল্পে যে লক্ষমাত্রা নেওয়া হয়েছিল গত ৯ মাসে তার ৭০ শতাংশ পূরণ করা গেছে। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে একশো দিনের কাজের প্রকল্পের কাজের অগ্রগতির মুল্যায়ন করা হয়। এদিনের পর্যালোচনা বৈঠকে নির্মল বাংলা প্রকল্পে বেশ কিছু জায়গায় বেনিয়মের অভিযোগ উঠে আসে। উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়েও তাঁদের শৌচাগার না দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গাফিলাতির অভিযোগ ওঠে একাধিক ঠিকাদার সংস্থার বিরুদ্ধেও। এই ধরনের অভিযোগ খতিয়ে দেখে কঠোর আইনি পদক্ষেপ গ্রহনের হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments