eaibanglai
Homeএই বাংলায়পূজা এইভাবে করলেই সর্বদেবদেবী প্রসন্ন হন!

পূজা এইভাবে করলেই সর্বদেবদেবী প্রসন্ন হন!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়া তারপর হাতে গোনা দিন শুরু পুজোর। দুর্গা পুজো মানেই বাঙালির এক আবেগ, বারোমাসে তেরো পার্বণে মাতা বাঙালির সবথেকে বড় উৎসব। কিন্তু পূজা শব্দের অর্থ আসলে কী ?

পূজা বলতে আমরা যা বুঝি তা হলো ঢাক-ঢোল পিটিয়ে ফুল, ফল দিয়ে কিছু মন্ত্র পাঠ করা। কিন্তু পূজা আসলে তা নয়।

ভগবানকে আপনি পূজা কীভাবে করবেন ?

পূজা = পূ + জা ।
পূ = পূনঃ
আর জা = জাগরন !
-অর্থাৎ পূজা কথার মানে গিয়ে দাঁড়ালো পূনঃ জাগরন ।

তাই ঢাকঢোল পিটিয়ে নয় মনের ভেতরে বারংবার বা পুনরায় ভগবানকে জাগিয়ে তোলাকেই ভগবানের পূজা বলে। তাই কোন তীর্থ ভ্রমন করে নয় অন্তরকে তীর্থ সমান করে তুলুন, মনের মধ্যে ভগবানের মন্দির প্রতিষ্ঠা করুন মন থেকে বাদ দিন যাবতীয় ও অসূয়া, হিংসা,লোভ ইত্যাদিকে, মনের মধ্যে একটি সিংহাসন থাকে যেখানে নিরন্তর ভগবানের নাম হবে, তবেই আপনার পূজা সার্থক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments