সংবাদদাতা, বাঁকুড়াঃ-
আজকের এই বিশেষ দিনটিকে গোটা পৃথিবীর মানুষ সকলেই সকলের মত সেলিব্রেট করছেন। সকলেই যখন আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন তখন অসহায় গরীব অনাথ ছাত্র-ছাত্রীদের সাথে সময় কাটালেন মন্ত্রী শ্যামল সাঁতরা।

এদিন তিনি বিষ্ণুপুর ব্লকের সুমঙ্গলম হোমের ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তিনি। আজকের এই বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে এবং অসহায় অনাথ শিশুদের আনন্দ উল্লাস কে ভাগ করে নিতে এই প্রয়াস। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।

মন্ত্রী শ্যামল মিত্র মহাশয় বলেন, হোমের ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে, সেই বার্তা ছাত্রছাত্রীদের কাছে রাখলাম। আজকের আনন্দঘন মুহূর্ত বাচ্চাদের সঙ্গে কাটাতে পেরে খুব ভালো লাগছে। সর্বদাই তাদের পাশে আছেন বলে জানান তিনি।