বড়দিনের অনুষ্ঠানের দিন মৃদু ভূকম্পনে কাঁপল জলপাইগুড়ি শহর

507

সংবাদদাতা, জলপাইগুড়িঃ- হালকা ভূমিকম্পনে কেঁপে উঠল জলপাইগুড়ি শহর। এদিন ভূমিকম্পন কে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরে। আগের দিন সকাল বেলা থেকেই বড়দিনের অনুষ্ঠানে শহরবাসী ব্যস্থতার মধ্যে ছিল। জলপাইগুড়ি শহরের গির্জা গুলিতেও ছিল প্রচুর ভিড়। তাছাড়া শহরের দোকানগুলিতে বড়দিনের কেক কেনা এবং গিফট কেনার ভিড়। নানান শহরের মতো জলপাইগুড়ি শহরকেও বড়দিনের উপলক্ষে আলোর রোশনাই দিয়ে সাজানো হয়েছিল। নজরকাড়া আলোক সজ্জায় আলোকিত করা হয়েছিল চার্চ গুলিকেও। তবে আনন্দের মধ্যে বিপদ এল এই মৃদু ভূমিকম্পকে কেন্দ্র করে। এদিন ব্যস্ত থাকা জলপাইগুড়ি বাসী অনুভব করল এক মৃদু ভূকম্পন। তবে, ভূকম্পের তীব্রতা ছিল খুবই সামান্য। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। মাত্র কয়েক মিনিট ধরে এই ভূমিকম্পটি হয়। কিন্তু অল্প ক্ষনের জন্য এই ভূমিকম্প হলেও এতেই জলপাইগুড়ি বাসীর মধ্যে যথেষ্ট ভীতির সঞ্চার হয়। জলাপাইগুড়ি নয়বস্তী ব্যাপটিস্ত গির্জা, অসম মোড় চার্চ ইত্যাদি জায়গায় বড়দিনের অনুষ্ঠান চলছিল। কিন্তু হালকা ভূমিকম্প হতেই পড়ে যায় হুড়োহুড়ি। অনেকেই আবার আতঙ্কিত হয়েও পড়েন। এদিকে ভূমিকম্প অনুভুত হতেই সেই মুহূর্তেই বাড়ি, দোকান ছেড়ে শহরের অধিকাংশ মানুষ ফাঁকা জায়গায় বেরিয়ে পরে। আতঙ্কিত হয়ে অনেকে আবার ফাঁকা মাঠে গিয়ে ভিড় জমাতে থাকেন। অন্যদিকে জেলার অন্যপ্রান্তেও কি কোথাও ভূমিকম্প হয়েছে কিনা তা জানার জন্য মানুষের মধ্যে এক উৎসাহের সৃষ্টি হয়। যদিও ভূকম্পনের মাত্রা এতটাই কম ছিল যে জলপাইগুড়ি শহরে কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে প্রশাসনের তরফ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here