শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- যাতায়াতের প্রধান রাস্তা কেটে ফেলল দুষ্কৃতীরা। ঘটনা দাসপুর-২ ব্লকের জগন্নাথপুর এলাকার। সূত্র মারফত জানা গিয়েছে শনিবার সকালে এলাকাবাসীর নজরে আসে জগন্নাথপুর থেকে খাসচক যাওয়ার প্রধান রাস্তাটির একপ্রান্তে সম্পূর্ণ রাস্তাটাই কেটে দেওয়া হয়েছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন গ্রামের মানুষজন। এলাকাযর সাধারণ মানুষ জন জানিয়েছেন শনিবার সকালে এমন কান্ড দেখে হতবাক তারা! কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে চলছে তীব্র জল্পনা। বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনার ঠিক কি উদ্দেশ্য অর্থাৎ কেনো এমন ঘটনা ঘটানো হলো তা নিয়ে কিছু জানা যায়নি।
Home Flash News দাসপুরের জগন্নাথপুরে যাতায়াতের প্রধান রাস্তা কেটে ফেলল দুষ্কৃতীরা, এলাকায় তীব্র উত্তেজনা