সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
বাড়ি থেকে কিছু দূরে লাগোয়া পদ্মায় মাছ ধরতে নেমে নিখোঁজ হয়ে গেল মৎস্যজীবী মোজাম্মেল শেখ। জলঙ্গীর চর কাকমারি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবারের লোক কাছ থেকে খবর পেয়ে স্থানীয় বিএসএফ ওই মৎস্যজীবীর খোঁজে পদ্মায় বোট নামিয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। প্রসঙ্গত গত ১৭ অক্টোবর এই জলঙ্গি থেকেই পদ্মায় মাছ ধরতে গিয়ে বাংলাদেশের বিজিবির হাতে আটক হয় মৎস্যজীবী প্রণব মন্ডল এখনো সে বাংলাদেশের জেলে বন্দি রয়েছে মেলেনি ছাড়া।