‘মাতৃযান’ পরিষেবার না পেয়ে চরম সমস্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল হাসপাতালের সদ্যোজাত শিশুর অভিভাবকেরা

1539

বাঁকুড়াঃ ‘মাতৃযান’ পরিষেবার সুযোগ না পেয়ে চরম সমস্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সদ্যোজাত শিশুর অভিভাবকেরা। বৃহস্পতিবার সকাল থেকে ঐ পরিষেবার জন্য নির্ধারিত ১০২ নম্বরে ফোন করেও কোন পরিষেবা পাওয়া যাচ্ছেনা বলে অভিযোগ। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিনামূল্যে জরুরী পরিষেবার জন্য বাঁকুড়া জেলা জুড়ে প্রায় শতাধিক অ্যাম্বুল্যান্স দেওয়া হয়। শুরুর দিন থেকে এই পরিষেবা সাধাথণ মানুষের যথেষ্ট উপকারে লাগে। কিন্তু এদিন সকাল থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ বলে অভিযোগ। এদিন হাসপাতালে গিয়ে দেখা গেল, যে সমস্ত সদ্যোজাত শিশু ও তার মা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাদের বেশীরভাগই গাড়ির অভাবে বাড়ি যেতে পারছেন না। প্রচণ্ড গরমের মধ্যে গাছতলায় বসে কাটাতে হচ্ছে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here