eaibanglai
Homeএই বাংলায়নীজের দলের পৌরপতির প্রতি ক্ষোভ বিধায়কের

নীজের দলের পৌরপতির প্রতি ক্ষোভ বিধায়কের

সংবাদদাতা, কালনাঃ- সাংবাদিক বৈঠক থেকেই নীজের দলের পৌরপতির প্রতি ক্ষোভ বিধায়কের। গঙ্গা অ্যাকশন প্ল্যান এর ফলে বিশুদ্ধ গঙ্গার জল বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। সেইমতো কালনা পৌরসভা এলাকাতেও চালু হয়েছে বিশুদ্ধ গঙ্গার জলের পরিষেবা। কিন্তু এখনো পর্যন্ত কালনার বেশ কয়েকটি পরিবার বিশুদ্ধ গঙ্গার জলের পরিসেবা থেকে বঞ্চিত। কালনা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর আনন্দ দত্ত তিনি তার বাড়িতে জলের কানেকশান পাইনি আজও পর্যন্ত। গত ৬ দিন হলো পুরনো পাইপের জল বন্ধ হয়েছে পৌর এলাকাই। তারপর ৬ দিন ধরে জল কষ্টে ভুগছেন প্রাক্তন কাউন্সিলর। পৌরসভাকে জানিও কোন ব্যবস্থা না হওয়ায় এদিন বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি জানান বহুদূর থেকে একটি পাইপের মাধ্যমে তার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেছিল পৌরসভা, কিন্তু এইভাবে জল নিলে জলের জোর পাবেন না তিনি। এই ঘটনা পৌরসভা কে জানানোর পর পৌরসভা থেকে তার বাড়িতে আর কোনো জলের সংযোগ করে দেয়া হয়নি। তারপরই আজ ঐ সাংবাদিক বৈঠক থেকে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর তার দলের পৌরপতির দেবপ্রসাদ বাগের প্রতি ক্ষোব জানিয়ে তিনি বলেন অনৈতিকভাবে জল প্রকল্পের জন্য প্রতি মানুষের থেকে ৫০০ টাকা করে কানেকশন ফি নেয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পুরোটাই বিনামূল্যে ব্যবস্থা করেছিল। কালনা পৌরসভার পৌরপতি জানান কোনো নিয়ম বহিভূত টাকা নেওয়া হয়নি জল প্রকল্পের জন্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments