সংবাদদাতা, গোপীবল্লভপুরঃ-
প্রতিবন্ধী হলেই যে তার সবকিছু শেষ হয়ে গেছে এমন ভাবার কোন অবকাশ নেই। সেটাই আবার প্রমাণ হলো গোপীবল্লভপুর ১ ব্লকের ধর্মপুর গ্রামের বাসিন্দা এর বিকাশ বিশাল এর হাতে। জন্ম থেকেই তিনি কথা বলতে বা শুনতে কোনোটাই পারেন না। ছোটো বেলা থেকে সখ ছিল মৃৎশিল্পী হওয়ার। ১৬ বছর বয়সেই পড়াশোনা শেষ করে সম্পর্কিত এক দাদা কাছ থেকে শিখতেন মাটির প্রতিমা বানানো। শেখার পর তিনি চেষ্টা করে এখন নিজেই প্রতিমা বানান। তাঁর এই কাজে সাহায্য করেন স্ত্রী পবিত্রা বিশাল, কন্যা সুপর্না বিশাল, পুত্র সুমিত বিশাল। কয়েকজন মিস্ত্রীও রেখেছেন তিনি। কথা বলতে না পারায় হাতের কায়দায় তিনি বুঝিয়ে দেন সবকিছু। প্রতিমা বানিয়েই উপার্জন তাঁর পরিবারের মূল চাবিকাঠি। তাঁর স্ত্রী পবিত্রা বিশাল বলেন, এই দুই তিন মাস হলো প্রতিবন্ধী ভাতা টা পাচ্ছেন। শিল্পী কার্ড থেকেও শিল্পী ভাতা পান না।
