সংবাদদাতা,মুর্শিদাবাদ:- টাকার লোভে ঘর জামাইয়ের হাতে ভর সন্ধ্যায় খুন বৃদ্ধা শাশুড়ি। এই ঘটনায় রানিতলা থানার ফরিদপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সুন্নাহারা বেওয়া(৬৪)। ঘটনার পরই পুলিশ গোটা গ্রামে তল্লাশি চালিয়ে অভিযুক্ত ছোটজামাই সাদ্দাম সেখ কে গ্রেপ্তার করে। জানা যায়, মৃত ওই মহিলার দুই মেয়ে বর্তমান। বছর কয়েক আগে তার স্বামী মারা যায়। তারপর থেকেই তাকে দেখভাল করার জন্য ছোট মেয়ে ও জামাই শাশুড়ির বাড়িতেই থাকতে শুরু করে।অভিযোগ, সম্প্রতি ছোটজামাই সাদ্দাম শেখ তার বৃদ্ধা শাশুড়িকে প্রতিদিন টাকার জন্য চাপ দিতে।শুধু তাই নয় শাশুড়ির সম্পত্তি ভিটেমাটি তার নামে লিখে দেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিত বলেও মৃতার বড় জামাই বুলবুল শেখের অভিযোগ। এই নিয়ে ছোট জামাই এর সাথে তার শ্বাশুড়ীর মাঝেমধ্যেই অশান্তি লেগে থাকত। ঘটনার চরমে পৌঁছালে ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে তার ছোট জামাই খুন করে বলে অভিযোগ।