কলিয়ারি মজদুর কংগ্রেসের নেতৃত্বে আন্দোলন

507

নিজস্ব সংবাদদাতা, পান্ডবেস্বর:–

গতকাল থেকে ই সি এ উখরার বাঁকলা এরিয়ার ঠিকা শ্রমিকদের ESI এবং PF চালু করার দাবিতে সমস্ত ঠিকা শ্রমিকরা মাননীয় বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও cmc hms এর জেনারেল সেক্রেটারী সিব কান্ত পান্ডে র নেতৃত্বে লড়াই চালাচ্ছে ।


শ্রমিকদের দাবি তাদের বেতন পরিকাঠামো সঠিক করে নাজ্য বেতন ও পিএফ ও esi লাগু করতে হবে ,নইলে তাদের এই আন্দোলন চলবে। বুধবার পরিকল্পনামাফিক পান্ডবেস্বরের বাঙ্কলা এরিয়ার কুমারডিহি কোলিয়ারি তে বিক্ষোভ দেখায় অসংগঠিত শ্রমিকরা । শ্রমিকদের জানান,তাদের দাবি না মানা হলে তাদের এই আন্দোলন চলবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here