সংবাদদাতা, আসানসোলঃ- বহু বছর আগে আসানসোলের বার্নপুরের বার্ন স্ট্যান্ডার্ড কারখানা বন্ধ হয়ে যায়।কিন্তু বার্নপুর ওয়াগেন কলোনির বাসিন্দারা কারখানার আবাসনেই থেকে যান। এখনও বহু মানুষের বসবাস বন্ধ হয়ে যাওয়া এই কারখানার কলোনিটিতে। দিনে একবার জল সরবারাহ ও রাতে এখনও বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকে সংস্থা। যদিও অভিযোগ প্রায়ই জল ও বিদ্যুৎ পরিষেবা ব্যহত হয়। এরই মধ্যে গত তিন দিন ধরে জল ও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই কলোনিতে বসবাসকারী বাসিন্দারা। প্রতিবাদে বার্ন স্ট্যান্ডার্ড কারখানার সামনে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখায় কলোনির বাসিন্দারা। এলাকার প্রাক্তন কাউন্সিলার মিলন মন্ডল ও তৃণমূল নেতা উৎপল সেনের নেতৃত্বে চলে এই বিক্ষোভ। কলোনির বাসিন্দাদের অভিযোগ ভোটের আগে জল ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন এলাকার বিধায়ক অগ্নিমিত্রা পল। ভোটে জিতে তিনি আর সেই প্রতিশ্রুতি রাখেননি।
অন্যদিকে স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রাখার চেষ্টা করে চলেছি। যেহেতু করোনার জন্য লকডাউন চলছে তাই কিছুদিন বাদে এবিষয়ে দিল্লিতে কথা বলব। এর মধ্যে আবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় পরিবর্তন হয়েছে। নতুন মন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যার যাতে সুষ্ঠ সমাধান হয় সেই ব্যবস্থা অবশ্যই করব। ” তবে তিনি সবসময় এলাকাবাসীর পাশে আছেন বলে জানিয়েছেন।