সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
কথামত বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে মুর্শিদাবাদে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিন মুর্শিদাবাদের সাগরদিঘির ধুমারপার ময়দানে এসে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। এদিনের সভায় তিনি বলেন, মুর্শিদাবাদ জেলাকে আমরা নতুনভাবে সাজিয়ে তুলেছে। একুশটি ব্লকে কিষাণ মান্ডি বানিয়েছি কান্দির মাস্টারপ্ল্যান বানিয়েছি। মুর্শিদাবাদে ছেলে-মেয়েদের পড়তে বাইরে যেন না যেতে হয় সেজন্য নতুন বিশ্ববিদ্যালয় । দ্বারকা নদীর উপর নতুন ব্রীজ নির্মাণ এর জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। রাজ্য সাত কোটি মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা আছে।এই সভার পর কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত শ্রমিকদের পরিবারকে দেখা করতে যান মুখ্যমন্ত্রী।