সংবাদদাতা, নদীয়া : বেশ কিছুদিন ধরেই খবর আসছিল এক ব্যক্তি চোরাই মোটরসাইকেল কেনা বেচায় যুক্ত আছে । সেইমতো গোপন সূত্রে খবর পেয়ে, কালীগঞ্জ থানা এলাকার একটি বাড়ির কাছে ওত পেতে থাকে জেলা পুলিশের একটি বিশেষ টিম। নদীয়া পুলিশের ওই বিশেষ দলটির নজরে আসে চার যুবক চারটি মোটর বাইক নিয়ে ওই বাড়িতে ঢুকছে। সঙ্গে সঙ্গে বাইক সহ আরোহীদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ওই বাড়িতে হানা দিয়ে মজুত করা চুরির ছয়টি বাইক উদ্ধার করে।
উদ্ধার হওয়া দশটি বাইকের মধ্যে বেশকিছু নতুন ও পুরনো বাইকও আছে। বাড়ির মালিক শাহিন ফকির নামে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তিকে সাপ্লাই করতে আসলে যারা এসেছিল তাদের কে গ্রেপ্তার করা হয়। নদীয়ার পুলিশ সুপার জাফর আজমল কেদোয়াই জানান,”আমরা আদালতে পাঠিয়ে পাঁচদিনের পুলিশ হেফাজত পেয়েছি। এই পাঁচ দিনে তাদের জিজ্ঞাসাবাদ করে এর পেছনে আরো কেউ আছে কিনা তা জানার চেষ্টা করা হবে।” তিনি জানান মূল অভিযুক্ত ছাড়াও ধৃত চারজনের বাড়ি নদীয়ার নাকাশিপাড়া ও চাপড়া থানা এলাকায়।