জীবনের সন্ধানে মহাকাশে সাপ পাঠাচ্ছে নাসা

71

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণ আছে কি না, তা নিয়ে কৌতুহলের শেষ নেই মানুষের। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে মহাকাশে প্রাণের সন্ধানে খোঁজ চালাচ্ছেন। এবার সেই সন্ধানে মহাকাশে পাড়ি দিচ্ছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র সাপ বা স্নেক রোবট। এই রোবো স্নেক শনির চাঁদ এনসেলাডাসে প্রাণের সন্ধান করবে। এনসেলাডাস, শনির ৮৩টি চাঁদের মধ্যে একটি। ১৭৮৯ সালে আবিষ্কৃত হয়েছিল শনির এই উপগ্রহ। সেখানে প্রাণের খোঁজ করতে নাসার জেট প্রপালশন ল্যাবে তৈরি হচ্ছে রোবো সাপ।

প্রসঙ্গত নাসার তৈরি এই রোবো স্নেক স্বাস্থ্যসেবা, বিজ্ঞান, কৃষি কাজেও ব্যবহৃত হয়। বিজ্ঞানীদের মতে, বড় রোবটের তুলনায় এই রোবট স্নেক খুবই নমনীয় হওয়ায় অনেক সহজে যে কোনও কাজ করতে পারে। এই রোবটগুলো গর্ত খনন করে মাটির নিচে চলতে পারে। ফলে গবেষণায় বিজ্ঞানীদের দারুণ সাহায্য করতে পারে এই রোবোট স্নেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here