সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- MGNRGA এর সঙ্গে জেলার মাদুর শিল্প কে মিলিয়ে দিয়ে কৃষকদের স্বনির্ভর করে তোলায় সর্বভারতীয় ক্ষেত্রে স্কেচ অ্যাওয়ার্ড পেল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জানা গেছে MGNRGA স্কিমে মাদুর কাঠির নার্সারি তৈরি করে কৃষকদের স্বনির্ভর করার জন্যই দক্ষিণ দিনাজপুর জেলাকে এই সর্বভারতীয় পুরস্কারটি দেওয়া হল। জেলার সুপ্রাচীন মাদুর শিল্পের জন্য সর্বভারতীয় পুরস্কার পাওয়ার কথা সকলের সামনে তুলে ধরতে আজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক জেলা প্রশাসনিক ভবনে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। সেই সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান জেলার হরিরামপুর ব্লকের পুন্ডরী, সিরসি ও বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতে মাদুর কাঠির নার্সারি তৈরি করে জেলা প্রশাসন ৮২৫ টি শ্রম দিবস তৈরি করতে পেরেছেন। যার অর্থমূল্য এক লক্ষ ৬৫ হাজার টাকা। আর এই সুবিধা উপকৃত হয়েছেন প্রায় ৪০০ টি পরিবার। ফলে জেলা প্রশাসনের এই সাফল্যের কারণে সর্বভারতীয় ক্ষেত্রে স্কচ আওয়ার্ড সিলভার প্লেট দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা প্রশাসনকে ভূষিত করা হয়। জেলার এইসব কারণে গর্বিত জেলা প্রশাসনের আধিকারিক থেকে সাধারণ মানুষ প্রত্যেকে।
Home Flash News মাদুর শিল্পের জন্য সর্বভারতীয় ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড পেল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন