eaibanglai
Homeএই বাংলায়বিষ্ণুপুরে রাজ্য সরকারের করোনা নির্দেশকে অমান্য করে চলছে নার্সিং প্রশিক্ষণ শিবির

বিষ্ণুপুরে রাজ্য সরকারের করোনা নির্দেশকে অমান্য করে চলছে নার্সিং প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা, বাঁকুড়াঃ– এই মুহূর্তে করোনা আতঙ্ক গোটা বিশ্বে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাদ যায়নি এই দেশ ও এই রাজ্য। আতঙ্ক গ্রাস করেছে সকল সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে করোনা মোকাবেলায় এক জায়গায় বেশি লোক জামায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কিন্তু তারপরেও অন্য ছবি ধরা পড়ল বিষ্ণুপুর শহরে। বিষ্ণুপুর শহরের বৈলাপাড়ায় চলছে কল্পনা দেবী মেমোরিয়াল কলেজ পারামেডিকেল স্টাডিস এর নার্সিং ট্রেনিং। যেখানে ৩০ জনের অধিক একত্রে জমায়েত হয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। মূলত এ এন এম এবং বি আই এ এস ম এই দুটি বিষয়ের উপর তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। যেখানে রাজ্য সরকার কোরনা ভাইরাস মোকাবেলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম এক জায়গায় জমায়েত না করা । কিন্তু তারপরেও সেই নির্দেশকে অমান্য করে কিভাবে এই প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছেন প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই রাজ্য সরকার সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিয়েছেন। প্রিন্সিপাল মঙ্গলময় ব্যানার্জি বলেন, করোণা আতঙ্ক মারাত্মক আকার ধারণ করেছে সেটা ঠিক। কিন্তু আমাদের কিছু গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় আমরা কলেজটা কে চালু রেখেছিলাম। তবে আজ থেকেই আমরা কলেজ বন্ধের নোটিশ দিয়ে দিয়েছি। আজিয়া ঘোষ নামে এক পড়ুয়া বলেন, করোণা নিয়ে আতঙ্কে রয়েছি। বাড়ির কেউ আসতে দিচ্ছিল না। কিন্তু আজ থেকে কলেজ ছুটি দিয়েছে আমরা অত্যন্ত খুশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments