সায়ন্তী সাধু, দুর্গাপুরঃ- এবার এক নয়, এক এক করে এল তিন জনের। এবং করোনা সংক্রমণ ছড়াল সেই মহকুমা প্রশাসনিক দফতর থেকেই। গত কয়েক দিন ধরেই এ নিয়ে চলছিল সংক্রমনের টানাপোড়েন। তার জেরেই ২৯ তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত স্থগিত ছিল সমস্ত কাজ-কর্ম। আক্রান্ত আধিকারিকরাও ছিলেন কোয়ারেন্টাইনে। আধিকারিকদের সকলের-ই লালারস সংগ্রহের পর শুরু হয়েছিল তদন্ত ও পরীক্ষাও। এইবার করোনা পজিটিভ এল তিনজনের রিপোর্ট-ও। করোনা আক্রান্তদের মধ্যে একজন ক্যান্টিন অপারেটর, অন্যজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের ড্রাইভার ও তৃতীয় জন মোটর ভেয়িক্যালস ঠিকা চিত্রগ্রাহক। ওই চিত্রগ্রাহকের বাড়ি সিটিসেন্টার সংলগ্ন নব ওয়ারিয়া গ্রামে। একই সাথে পর পর এতজনের সংক্রমন বাড়ার ফলে মহকুমা শাসক অনির্বাণ কোলে জানিয়েছেন, “এরপর আর অফিস হয়তো এখন খোলা যাবে না। তাই আগামীকাল থেকে দফতরের যাবতীয় কাজ আধিকারিকদের বাড়ি বসে করানোর কথা ভাবা হচ্ছে”। তবে আপাতত এখন সব মিলিয়ে রোজকার জীবনে কতটা সাবধান হবেন তাই নিয়েই বেশ গুরুতর ভাবনায় দুর্গাপুর বাসী।