সংবাদদাতা, কাঁকসাঃ-
কাঁকসা ব্লকের প্রতিটা প্রাথমিক স্কুলে, স্কুল পড়ুয়াদের নতুন পোশাক দেওয়া হলো। এদিন অন্যান্ন স্কুলের মত কাঁকসা মাধবমাঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে গ্রাম পঞ্চায়েত তথা স্কুল পরিচালনা কমিটির সভাপতি লাল্টু চ্যাটার্জি উপস্থিত থেকে স্কুল পড়ুয়াদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। তিনি বলেন মুখমন্ত্রীর উদ্যোগে স্কুল পড়ুয়াদের যে নতুন পোশাক দেওয়ার করসূচি নেওয়া হয়েছিল। প্রতি বছরের মত তাই আজকেও সমস্ত স্কুলেই পড়ুয়াদের নতুন পোশাক দেওয়া হয়। এদিন ওই স্কুলে মত 112 জন স্কুল পড়ুয়াকে নতুন পোশাক দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে দিদিকে বলো অনুষ্ঠানে আজ আউশগ্রাম 2 নম্বর ব্লকের সর এলাকার চার টি গ্রাম ঘুরে প্রচার সারলো তৃণমূল কর্মী সমসর্থক রা।এদিন অনুষ্ঠানে যোগদান করেন আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ
থান্দ।র ,আউশগ্রাম দু নম্বর ব্লকের সভাপতি রামকৃষ্ণ ঘোষ,তৃণমূল নেতা ইন্দ্রজিৎ কোণার সহ অন্যান্য রা।
এদিন চারটি গ্রামে প্রচারের সাথে গ্রামের মানুষকে নিয়ে সভাও করেন আউশগ্রামের বিধায়ক।