পুজোয় শিল্পাঞ্চলবাসীকে ফ্যাশনেবল পোষাকে সাজাতে হাজির ‘Being Iban’

86

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- এবার পুজোয় দুর্গাপুরবাসীকে ফ্যাশনেবল পোষাকে সাজাতে হাজির হয়েছে ‘Being Iban’। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জংশন মল-এর ২০৩ এবং ২০৭ নম্বর স্টলে বাঙালির ব্র্যান্ড “Being Iban” আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংস্থার ডাইরেক্টর এবং প্রেসিডেন্ট আইবান ব্যানার্জি এবং ডাইরেক্টর অনির্বাণ দত্ত। দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল সহ দক্ষিণবঙ্গের ফ্যাশন প্রিয় মানুষের কাছে স্বল্প মূল্যে ভালো মানের ট্রেন্ডি ও ফ্যাশনেবল পোষাক পৌঁছে দিতে বদ্ধপরিকর ‘Being Iban’। এমনটাই দাবি ব্র্যান্ড কর্তৃপক্ষের।

নতুন শোরুমে রয়েছে পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য মোট ১৩টি বিভাগের রকমারি পোশাকের সম্ভার। এছাড়াও মাত্র ২৯৯৯ টাকার কেনাকাটার উপর থাকছে ৫০০ টাকার বিশেষ ছাড়। ৪৯৯৯ টাকার কেনাকাটার উপর ১০০০ টাকার বিশেষ ছাড়। ১০,০০০ টাকার কেনাকাটার উপর ২০০০টাকার বিশেষ ছাড়ের ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here