উরজা – গঙ্গাঁ গ্যাসঃ উৎপাদন বাড়বে রানিগঞ্জ কয়লাঞ্চলে

607

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ পূর্বাঞ্চলের সাথে প্রস্তাবিত ‘উরজা-গঙ্গাঁ’ গ্যাস পাইপ লাইন যোগাযোগ চালু হচ্ছে চলতি বছরে শেষেই। সেটিকে মাথায় রেখেইে এ রাজ্যের রানিগঞ্জ কয়লাঞ্চল থেকে মিথেনের উৎপাদন দ্বিগুন করতে চায় এসার গোষ্ঠী।
মুম্বই এর রুইয়া গোষ্ঠীর মালিকানাধীন এসার দৈনিক সাড়ে চার লক্ষ ঘন মিটার কোলবেড মিথেন গ্যাস উত্তোলন করে। “সরবরাহের উপযুক্ত পরিকাঠামোর অভাবেই আমরা গ্যাস তোলার মাত্রা বাড়াতে পারিনি। এখন এই উরজা-গঙ্গাঁ গ্যাস সংযোগ চালু হলে আমরা দৈনিক গ্যাস উত্তোলন ১০ লক্ষ ঘন মিটারে নিয়ে যেতে পারি,” জানালেন এক এসার কর্তা। প্রধানমন্ত্রী উরজা-গঙ্গাঁ গ্যাস পাইপলাইন উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে ঝাড়খন্ডের জামশেদপুর, বোকারো শিল্পাঞ্চল ঘুরে পশ্চিমবঙ্গেঁর হলদিয়া অব্দি যাবে। রাষ্ট্রায়ত্ব ‘গ্যাস অথরিটি অব ইন্ডিয়া'(গেইল)এটি বসাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here