নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ রাজ্যজুড়ে জমির সুলুক সন্ধান দিতে এবার পুরোদস্তর একটি আপই নিয়ে এল রাজ্য ভূমি রাজস্ব দপ্তর। যে কোন ও আন্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে জমির তথ্য টাইপ করলেই হাজির হয়ে যাবে ওই আপ। তাতে রাজ্যের জমি সংক্রান্ত মূলত ছয় ধরনের তথ্য মিলবে আপাতত। কোথায় কোথায়, কতটা, কোন চরিত্রের জমি মজুত আছে, জানিয়ে দেবে ওই আপ। রাজ্য ভূমি রাজস্ব দপ্তরের উধতন আধিকারিকদের ধারনা- এই আপ বাড়িতে বসেই মানুষের কাছে সারা রাজ্যের জমি সংক্রান্ত সমস্ত তথ্য ভান্ডার এনে হাজির করে দেবে কেবলমাত্র আঙ্গুলের ছোঁওইয়াতেই। বন্ধ হবে জমির দালাল রাজ। আপের হেডার করা হয়েছে- আমার গর্ব মমতা। দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ছবিও। গত লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেয়ে তৃনমূল কংগ্রেস শাসিত রাজ্য সরকার যে তার ভাবমূর্তি শোধরাতে উঠেপড়ে লেগেছে- আমার গর্ব মমতা তার অন্যতম ধাপ। রাজ্যের মুখ্যসচিব মলয় কুমার দে জানান,”চব্বিশ পরগনা, হাওড়া, বীরভূম, হূগলী এমনকি খোদ কলকাতা থেকে বহু সমস্যা বা অনুযোগ রোজ জমা পড়ছে ওই আপের মাধ্যমে।”