শান্তনু পান, পশ্চিম মেদিনীপুরঃ- বুধবার মেদিনীপুর শহর নান্নুর চকে তৃণমুল কংগ্রেসের কার্যালয়, মেদিনীপুর বিধানসভার বিধায়িকা অভিনেত্রী জুন মালিয়াকে সংবর্ধনা দেওয়া হল। জেলা তৃণমূল কংগ্রেস পরিচালিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর তৃণমুল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পাণ্ডব সহ মেদিনীপুর পৌরসভার প্রতিটা ওয়ার্ডের সভাপতি সহ কর্মী সর্মথকরা। অভিনয় জগৎ ছেড়ে মেদিনীপুরে এসে বিধানসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়া কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে বিরোধীদের পরাজিত করেছে। নির্বাচনী লড়াইয়ের ময়দানে প্রথমবার নেমেই বিধায়ক হয়েছেন জুন মালিয়া। বুধবার সংবর্ধনা অনুষ্ঠান যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুর শহরবাসীকে ধন্যবাদ দিতে ভোলেননি জুন মালিয়া। সেই সঙ্গে দলীয় কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান।