সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোল পৌরনিগমের ৮৭ নং ওয়ার্ডের ডামরাতে দয়াল আশ্রমের কাছে শিব মন্দিরের শিলান্যাস হল। যৌথ ভাবে এই শিব মন্দিরের শিলান্যাস করলেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরী। এদিন মন্দির শিলান্যাসের আগে দয়াল আশ্রমে পুজো দিলেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান কর্নেল দীপ্তাংশু চৌধুরি। এরপর নারকেল ফাটিয়ে ও গাইতা চালিয়ে শিব মন্দিরের কাজের সুচনা করেন। মেয়র জিতেন্দ্র তেওয়ারি বলেন, এলাকার বাসিন্দারা এখানে একটি শিব মন্দির তৈরী করার জন্য অনেক দিন ধরে দাবি করে আসছিলেন। তাই পবিত্র শ্রাবণ মাসে এই শিব মন্দির তৈরীর কাজ শুরু করা হলো। এই মন্দির তৈরী আমরা করছি না। ভগবান আমাদের মাধ্যমে তা তৈরী করাচ্ছেন। আমাদের কাছে যা আছে, তা সব কিছুই ভগবানের দেওয়া।
Home Flash News আসানসোলের ডামরাতে শিব মন্দিরের শিলান্যাস করলেন জিতেন্দ্র তিওয়ারি ও কর্নেল দীপ্তাংশু চৌধুরি