সংবাদদাতা,মুর্শিদাবাদ:-
ক্রমশ নারকীয় ভাবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে বাড়ীর ভেতর থেকে পরিকল্পিত ছকে স্কুল শিক্ষক গৃহ কর্তা বন্ধু প্রকাশ পাল সহ তার সন্তান সম্ভবা স্ত্রী বিউটি মন্ডল পাল ও তাদের নাবালক ছেলে বন্ধু অঙ্গন পালের খুনের কিনারায় নয়া চমক। শনিবার শেষ পাওয়া খবর জানা যায় তদন্তকারী উচ্চ পর্যায়ের ওই দল ২ জন কে আটক করেছে বলেই পুলিশ সূত্রে জানানো হয়।সেক্ষত্রে খুন হয়ে যাওয়া ওই স্কুল শিক্ষকের খোদ বাবা অমর পাল সহ তার ঘনিষ্ঠ বন্ধু সৌভিক বনিক কে পুলিশ আটকের পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।তাদের ম্যারাথন জেরা শুরু করেছে তদন্তকারী দল থেকে শুরু করে কলকাতা থেকে আসা সিআইডি এর এক দলও।সূত্রের খবর, একসময় মৃত ওই স্কুল শিক্ষকের ঘনিষ্ঠ বন্ধু রামপুরহাটের ৯নং ওয়ার্ডের ভাঁড়সালাপাড়ার বাসিন্দা সৌভিক বণিকের সাথে নাননা ব্যাবসায়ীক কারণে কিছু আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ে।সেক্ষত্রে উভয়ের মধ্যে টাকা-পয়সা সংক্রান্ত বিবাদ চরমে গিয়ে পৌঁছায়।এক্ষেত্রে ঘটনার পর থেকে তার সন্দেহভাজন কাজ কর্মের ইঙ্গিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।পাশাপাশি তার বাবা অমর পালের প্রথম পক্ষের স্ত্রীর সন্তান এই বন্ধু প্রকাশ বাবুর সাথে তার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী সাথে সম্পত্তি নিয়ে অতীতে নাননা ঝামেলা যেমন হয়।তেমনি কোর্টে মমালা পর্যন্ত হয় পরবর্তীতে।সব দিক বিচার করে নানান দিক এক এক করে উঠে আসতে শুরু করেছে এই আটকের পরই।এদিকে এই ঘটনার তদন্ত গতি আনতে পুলিশ কে সাহায্য করছে সি আই ডি।