সন্তোষ মন্ডল, আসানসোলঃ- সাধারণত, মা দুর্গার নয়টি রূপ নবরাত্রিতে নয় দিন পূজা করা হয়। তবে পশ্চিমবঙ্গের আসানসোলের বার্নপুরের ধেনুয়া গ্রামে একদিনে দুর্গাপূজা হয়। এখানে এক ঘণ্টার মধ্যে ষষ্টি থেকে দশমী পর্যন্ত পূজা হয়। গত ৪৭ বছর ধরে এই অনন্য দুর্গা পূজার আয়োজন করা হচ্ছে। এই পূজা প্রতিবছর মহালয়ার দিনে অনুষ্ঠিত হয়। বার্নপুরের কালাজারিয়ার ধেনুয়া গ্রামে অবস্থিত কালীকৃষ্ণ যোগাশ্রম। এখানেই একদিনের অনন্য দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। এবছর, করোনার সঙ্কটের মধ্যেই অনুষ্ঠিত হল এই বিশেষ পুজো। এই দুর্গাপুজো মহামায়া দুর্গাপুজো নামেও পরিচিত।
স্থানীয় সূত্রে জানা যায় ১৯৭৩ সালে ধেনুয়া গ্রামের কালী কৃষ্ণ যোগাশ্রমে এই পুজো শুরু হয়। সত্যানন্দ ব্রহ্মচারী মহামায়ার এই পুজো শুরু করেছিলেন। তবে প্রথম বছর পুজো অনুষ্ঠিত হওয়ার পর তিন বছর পুজো বন্ধ থাকে। ফের ১৯৭৭ সাল থেকে তেজানন্দ ব্রহ্মচারী পুনরায় পুজো চালু করেন। ২০০৩ সালে তাঁর মৃত্যুর পর থেকে গৌরী কেদারনাথ মন্দির কমিটির উদ্যোগে আশ্রমে পূজার আয়োজন করা হচ্ছে।