রিং অফ ফায়ার দেখতে চাইলে ২১ শে জুনের সূর্যগ্রহণ মিস করবেন না

686

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- সূর্য ও পৃথিবীর মাঝখানে যখন চাঁদ এসে পড়ে অর্থাৎ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানোর ক্ষেত্রে চাঁদ বাধা হয়ে দাঁড়ায়,তখনই সূর্যগ্রহণ হয়।
এই বছর প্রথম সূর্যগ্রহণ আসতে চলেছে ২১শে জুন, রবিবার। ২১ জুন এই বছরের প্রথম সূর্যগ্রহণ হ‌ওয়ার পাশাপাশি এই দিনটি পৃথিবীর সবচেয়ে বড়দিন। এছাড়াও এই দিনটির বিশেষ কিছু তাৎপর্য আছে। এই সূর্য গ্রহণের সময় দেশের বেশ কিছু অংশ থেকে ‘রিং অফ ফায়ার’ দেখা যাবে। তবে খালি চোখে এই রিং অফ আর দেখার চেষ্টা করবেন না। চোখে অবশ্যই বাইনাকুলার, সানগ্লাস, প্রোজেক্টর অথবা টেলিস্কোপের মাধ্যমে দেখার চেষ্টা করবেন। সূর্য গ্রহনের সময় ২জুন সকাল ৯টা ১৫ থেকে বিকেল ৩ টে বেজে ৩ মিনিট পর্যন্ত সূর্য গ্রহন থাকবে। এই সূর্যগ্রহণ এর সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক দীর্ঘ সময়ের অপেক্ষা ২১ জুনে সূর্যগ্রহণ কেটে গেলে আবার সূর্য গ্রহণ হবে ১৪-১৪ ডিসেম্বর। তাই এইবার যদি কোনো কারণে আপনি সূর্যগ্রহণ না দেখেন তাহলে একটি দীর্ঘ সময় অবধি আপনাকে অপেক্ষা করতে হবে পুনরায় সূর্যগ্রহণ দেখার জন্য উত্তর ও দক্ষিণ মেরু: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখনো একই সঙ্গে দুটি মেরুতে দেখা সম্ভব নয়। হয় এই গ্রহণ উত্তর মেরু থেকে দেখা যাবে, নয়তো দক্ষিণ মেরু থেকে। অধিক সময়ের গ্রহণ এই গ্রহণ টি অনেকক্ষণ সময় ধরে স্থায়ী হবে, যা সচরাচর হয় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here