সংবাদদাতা, বসিরহাট :- বেশ কয়েকদিন ধরে জমির দলিল উপযুক্ত নথী কাগজপত্র নিয়ে বসিরহাট দু’নম্বর বিডিওর কাছে কখনো এলাকার জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছিলেন পেশায় চাষী মন্টু মন্ডল{৩৭}। ৭১ সালের পরে কিছু নথিপত্র নেই, আতঙ্ক চিন্তা করেছিল মন্ডল পরিবার । সারা রাত্রি ধরে চিন্তা আতঙ্ক, ভয় গ্রাস করেছিল মন্টুকে । শনিবার সকাল বেলা স্ত্রী মিনারা সঙ্গে উপযুক্ত নথিপত্র নিয়ে কথা বলতে বলতে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। চাষ ছিল এই চাষী পরিবারে একমাত্র জীবিকা । মন্টু মন্ডল স্ত্রী মিনা বিবি ও তার ছোট তিনটে কন্যা সন্তান আছে। সংসারে একমাত্র রোজগার লোকের মৃত্যু তে শেষ সম্বল টুকু শেষ হয়ে গেল। ওই চাষীর মৃত্যুর ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ও ভয় গ্রাস করেছে। ঠিক ২৪ ঘণ্টা আগে হিঙ্গলগঞ্জ এর বাকরা গ্রামের বছর ৪৫ এর আলিয়া বেওয়া র মৃত্যু হয়েছে। এনআরসি আরেকটা মৃত্যু কেড়ে নিল এবার ঠিকানা বসিরহাটের দক্ষিণ কৃপালপুর । এই ঘটনার জেরে গোটা বসিরহাট মাটিয়া থানার বিভিন্ন এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বসিরহাট দু’নম্বর বিডিও অফিসে মাঝে মাঝে লাইনের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে গ্রামবাসীরা। এনআরসি আর কত জনের মৃত্যুর হাতছানি দিচ্ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে ।