ভিক্ষার নাম করে মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার গনধোলাই

1448

সংবাদদাতা, অন্ডালঃ-

উখরায় ভিক্ষা করতে এসে মহিলাদের সাথে অশ্লিল ব্যবহার করার অভিযোগে গনধোলাই এর শিকার হলো এক ব্যাক্তি।ঘটনা উখরার রুইদাস পাড়ার। ধৃত ব্যক্তিকে গনধোলাই দেবার সময় ওই ব্যক্তি জনতার রোষ থেকে নিজেকে বাঁচিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরে ঘটনাস্থলে আসে উখড়া ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় ,ওই ব্যক্তিটিকে এর আগে এই এলাকায় কখনও ভিক্ষা করতে দেখা যায়নি। অপরিচিত ব্যাক্তিটির সন্ধানে উখড়া ফাঁড়ির পুলিশ ।


তবে এইরকম ঘটনা এর আগে এই এলাকায় ঘটেনি। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত এলাকার মানুষ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here