দুর্গাপুরে সাতসকালে হাসপাতালে বৃদ্ধার আত্মহত্যা

1224

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর:- আজ সকাল বেলায় দুর্গাপুর সিটি প্রাইভেট হাসপাতালে এক বৃদ্ধার আত্মহত্যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধার নাম সনাতন রায়, বয়স(৭৫), তিনি সিটিসেন্টার এলাকার ম্যাক্সমুলার পথের বাসিন্দা। গতকাল সকালে তিনি পাইলসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এবং সেখানে তার অপারেশনও হয়। হাসপাতাল সূত্রে জানা যায় যে অপারেশনের পর তিনি সুস্থও ছিলেন। কিন্তু হঠাৎই আজ সকাল বেলায় হাসপাতালের বাথরুমে বৃদ্ধার গলায় গামছা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। এরপর হাসপাতাল ক্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে বৃদ্ধার ঝুলন্ত দেহটি উদ্ধার করেন। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃদ্ধা তার বাড়িতে একাই থাকতেন, এবং এও জানা যায় যে বৃদ্ধার এক ছেলে থাকতেন পুনেতে, আর এক মেয়ে থাকতেন আমেরিকার ক্যালিফোনিয়াতে। কিন্তু কি কারনে এই আত্মহত্যা? তবে কি একা থাকার কারনে মানসিক অবসাদে এই আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ ও ব্যাপারটি তদন্ত করার আশ্বাস দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here