সংবাদদাতা, বাঁকুড়াঃ- বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু যুবকের, দুটি বালি বোঝাই লরিতে আগুন উত্তেজিত জনতা। বালি বোঝাই লরির ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুর থানার জুজুড় গ্রামে। কাল বিকালে স্থানীয় দারকেশ্বর নদের জুজুড় গ্রাম সংলগ্ন ঘাট থেকে বালি বোঝাই করে জয়পুরের দিকে যাওয়ার সময় একটি লরির ধাক্কায় মৃত্যু হয় জুজুড় গ্রামের মিঠুন বাউরী নামের স্থানীয় এক বাসিন্দার। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ঘাতক লরিটি সহ মোট দুটি লরিতে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে রাস্তার উপরেই জ্বলতে থাকে লরি দুটি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
বালি বোঝাই লরির ধাক্কায় নিত্যদিনই মানুষ মারা যাচ্ছেন বাঁকুড়ায়। একটি সূত্র থেকে জানা যায় যে এইসব গাড়ি গুলি ওভারলোড বালি নিয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন অবৈধ বালির “প্যাড” চালু হওয়ার পর থেকে দুর্ঘটনার সংখ্যা আরো বেড়ে গিয়েছে। কারণ বালি মাফিয়ারা বেপরোয়া মনোভাব দেখিয়ে অতিরিক্ত বালি বোঝাই করে নিয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সম্প্রতি “এই বাংলায়” ওয়েব পোর্টাল এর পক্ষ থেকে একটি খবর অবৈধ বালির প্যাডেরে বিরুদ্ধে করা হয়েছিল। তাতে বালি চালানোর অবৈধ প্যাডের ছবি সহ দেওয়া হয়েছিল কিন্তু তারপরেই বালি মাফিয়ারা সেই প্যাড বদলে ফেলেন এবং আবার নতুন রকমের একটি অবৈধ প্যাড তৈরি করে তা বালি তোলার কাজে অবৈধভাবে ব্যবহার করে চলেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের একাংশ ও স্থানীয় প্রশাসনিক লোকজনেরা এর সাথে জড়িত। তাদের আরও অভিযোগ অবিলম্বে যদি এই অবৈধ বালির প্যাড নিয়ে ওভারলোডিং ট্রাক যাওয়া আসা বন্দো না করে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।
