সংবাদদাতা, সুন্দরবন:-
বাঙ্গালীদের শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা। আর এই পূজায় গোটা ভারত সহ বিশ্ব মেতে ওঠেন। যেখানে তারা নতুন জামা কাপড় পড়ে পূজার আনন্দে মেতে থাকেন। আর নানা বাহারি খাওয়া-দাওয়া থেকে শুরু করে কেনাকাটায় ব্যস্ত থাকেন তারা। আর ঠিক তার উল্টো চিত্র দেখা যায় প্রত্যন্ত সুন্দরবনের ঝড়খালি তে। যেখানে তাদের ভালো খাওয়া-দাওয়া তো দূরে, নতুন জামা কাপড় ও জোটে না। আর থাকে না তাদের মুখে মিষ্টি হাসি। আর সেই সমস্ত গরিব ও অসহায় ছোট্ট ছোট্ট শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন এক স্বেচ্ছাসেবী সংস্থা। কলকাতা ও শহরবাসী শিশুদের মত, সুন্দরবন এ সেই সমস্ত শিশুদের মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিলেন এই সংস্থা। প্রায় কয়েকশো শিশুদের নতুন জামা দিয়ে তাদের কলকাতায় বিভিন্ন নামিদামি প্যান্ডেলের ঠাকুর দেখাতে নিয়ে গেলেন আজ। আর কলকাতার বিভিন্ন নামিদামি প্যান্ডেলে ঠাকুর দেখিয়ে তাদের মুখে মিষ্টি হাসি ফোটাতে চায় এই সংস্থা। তাই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের শিশুদের নিয়ে বাসে করে কলকাতার উদ্দেশ্যে রহনা দেয় তারা।
