সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ-
আজ দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি, মৎস্য, এবং উদ্যানপালন সহ বিভিন্ন দপ্তরের উন্নয়নের কাজ ত্বরান্বিত করার উদ্দেশ্যে দক্ষিণ জেলার জেলাশাসক এর নেতৃত্বে জেলাশাসকের ভবনে একটি রিভিউ মিটিংয়ের আয়োজন করা হয়। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান অর্পিতা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল, দক্ষিণ দিনাজপুর জেলার CWC এর চেয়ারম্যান দেবাশিস মজুমদার, অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ, অতিরিক্ত জেলাশাসক রঞ্জন কুমার ঝা সহ অন্যান্য আধিকারিকরা। উপস্থিত ছিলেন এই অর্থবর্ষে উন্নয়নের কি কি কাজ সম্পন্ন করবে তার রূপরেখা তৈরি করা হয়। জেলার উন্নয়নকে ত্বরান্বিত করতে জেলাশাসক তথা জেলার বিভিন্ন আধিকারিকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার সাধারণ মানুষ।