নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- শনিবার বিশেষ অভিযান চালিয়ে দুর্গাপুর শহরের বিভিন্ন এলাকা থেকে মোট ২৪ টি ওভারলোডেড ট্রাক আটক করল মহকুমা প্রশাসন। ট্রাকগুলি বাজেয়াপ্ত করে নিজেদের হেফাজতে নিয়েছে মোটর ভেইকেল বিভাগ। প্রসঙ্গত কাঁকসা সহ দুর্গাপুরের বিভিন্ন বালিঘাট গুলো থেকে অবৈধ ভাবে অতিরিক্ত বালি পরিবহণের অভিযোগ বহুদিনের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অতিরিক্ত মালবাহী লরি যাতায়াতের ফলে এলাকার রাস্তাঘাট যেমন নষ্ট হয় তেমনই ওভারলোডেড ট্রাকের দৌরাত্ম্যের জেরে দুর্ঘটনা প্রায় নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে বহুদিন ধরেই অভিযোগ জমা পড়ছিল প্রশাসনের কাছে। অবশেষে এদিনের অভিযানের ঘটনায় খুশি এলাকাবাসি। তবে শুধু বলি গাড়ি নয়। এদিন বালি গাড়ির পাশাপাশি পাথর বোঝাই ও কারখানার কাঁচামাল বোঝাই গাড়িও আটক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আটক গাড়ি গুলির মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক। অন্য দিকে মহকুমা প্রশাসনের এদিনের ভূমিকায় দুর্গাপুর বাসি খুশি হলেও আরও ঘন ঘন এধরণের অভিযানের দাবি জানিয়েছেন তাঁরা।