সংবাদদাতা, কাঁকসাঃ- গতকাল রাত্রের ভারী বৃষ্টির কারণে কাঁকসার দোমড়া গ্রাম সংলগ্ন পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের উপর কুনুর নদীর ব্রিজের তলা দিয়ে প্রবল গতিতে জল যাওয়ার বেহাল হয়ে পড়া ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে ওই ব্রিজ দিয়ে ভারী যান চলাচল বন্ধ করলো কাঁকসা থানার পুলিশ। যদিও যাত্রীবাহী বাস পারাপার করলেও যাত্রীদের নামিয়ে ব্রিজের অপর প্রান্তে বাস গিয়ে বাসে যাত্রীদের নিয়ে ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সমস্ত বাস।